সৃজনশীল-01
আইসিটি শিক্ষক আরিফ সাহেবের বিদায় অনুষ্ঠানে মিনা (5D7)16 টাকা, রাজু (750)8 টাকা, মুক্তি (10110)2 টাকা দিয়ে উপহার কিনলেন।
ক. MSD, LSD কী? উদাহরণ দাও।
খ. সংখ্যা পদ্ধতি কী ও এর বেজ কত এবং সংখ্যা পদ্ধতির প্রকারভেদ আলোচনা করে।
গ. রাজুর টাকাকে হেক্সডেসিমেল এবং মুক্তির টাকাকে দশমিক সংখ্যা পদ্ধতিকে প্রকাশ কর।
ঘ. তিনজনের টাকার যোগফলকে বাইনারি ও হেক্সডেসিমেলে প্রকাশ কর।
সৃজনশীল-02
ICT ক্লাসে শিক্ষক হাসান, প্রিন্স ও মাসুদকে (101111.01)2 লিখতে বলায় হাসান (860)10 , প্রিন্স (1560)8 ও মাসুদ (35D)16 লিখলো।
ক. স্থানীয়মান কি? উদাহরণ দাও।
খ. অক্টাল 3 বিটের কোড। ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের বাইনারি সংখ্যাকে হেক্সডেসিমেলে প্রকাশ কর ও মাসুদের টাকাকে অক্টালে প্রকাশ কর।
ঘ. মাসুদ ও প্রিন্স এর মধ্যে কে বেশি লিখেছে? কত বেশি লিখেছে?