Type Here to Get Search Results !

ICT - '2' এর পরিপূরক

সৃজনশীল-01

আইসিটি পরীক্ষায় আসিফ ও সীমার প্রাপ্ত নং যথাক্রমে (47)8 ও (40)10

ক. সাইনড নাম্বার ও সাইন বিট কী?

খ. '2' এর পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিন্হের পরির্বতন হয়- ‍বুঝিয়ে লিখ।

গ. আসিফের প্রাপ্ত নাম্বারকে 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ কর এবং -25 এর মান '2' এর পরিপূরকের মাধ্যমে প্রকার কর।

ঘ. '2' এর পরিপূরকের সাহায্যে দুইজনের প্রাপ্ত নাম্বারের যোগফল নির্ণয় কর।


সৃজনশীল-02

শিক্ষক তার ক্লাসে ছাত্রদের বিট ও বাইট সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন, 8 বিটের 1 বাইট হয়। যদি 8 বিটের কোনো রেজিস্টার হয় তবে তার সর্বডানের 7টি বিট হলো মানের বিট এবং সর্ববামের 1টি বিট হলো সাইনড বিট। সর্বশেষে তিনি করিমকে একটি ডেক্সডেসিমেল সংখ্যা (5A)16 ও রহিমকে একটি অক্টাল সংখ্যা (203)8 লিখত বলে ক্লাস শেষ করলেন।

ক. '1' এর পরিপূরক ও '2' এর পরিপূরক কাকে বলে?

খ. ব্যাখ্যা কর 'বিট ও বাইট এক নহে।'

গ. '2' এর পরিপূরক ব্যবহার করে (-92) ও (-83) এর যোগফল নির্ণয় কর।

ঘ. 8 বিট ব্যবহার করে করিমের লিখিত সংখ্যা ও রহিমের লিখিত সংখ্যার বিয়োগ কর।